Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হিলিতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

সোহেল রানা, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ০১:৫৬ PM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ০১:৫৬ PM

bdmorning Image Preview


হিলিতে রবি ও খরিপ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, বোরো ও মুগডাল চাষে কৃষকদের উৎসাহিত করতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষি অফিসের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুকরিয়া পারভীনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে উপজেলা কৃষি অফিসার শামীমা নাজনিন, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় কৃষকদের এসব শষ্য চাষের পদ্ধতি সম্পর্কে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।

আলোচনা সভা শেষে উপজেলার ৮৭৫জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরিষা বীজ ১ কেজি, গম ২০ কেজি, বোরো ধানের বীজ ৫ কেজি, ভুট্টার বীজ ২ কেজি, মুগডালের বীজ ৫ কেজি এবং ডিএপি সার ২০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়।  


 

Bootstrap Image Preview