Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ২২ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মানিকগঞ্জে চলন্ত গাড়িতে পর্নো ছবি দেখিয়ে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা

নারী ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ০৩:২৯ PM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ০৩:২৯ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


মানিকগঞ্জে চলন্ত হ্যালোবাইকে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে পর্নো ছবি দেখিয়ে শ্লীলতাহানির চেষ্টা করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাকির ভূইয়া নামে এক যুবককে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৮ অক্টোবর) দুপুরে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শামীমা খন্দকার এই রায় দেন।দণ্ডপ্রাপ্ত জাকির ভূইয়া (৩১) ঘিওর উপজেলার পুটিয়াজানি গ্রামের মোকছেদ ভূইয়ার ছেলে। তিনি এক সন্তানের জনক।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ৬ষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থী বাসস্ট্যান্ড থেকে হেঁটে রবিবার সকালে স্কুলে যাচ্ছিল। এসময় বখাটে জাকির তার পিছু নেয়। বিষয়টি টের পেয়ে ওই শিক্ষার্থী একটি হ্যালোবাইকে উঠে। জাকিরও তার সাথেই হ্যালোবাইকে উঠে জোর করে মোবাইল ফোনে পর্নো ছবি দেখিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে।

এসময় ওই শিক্ষার্থী হ্যালোবাইক চালককে বিষয়টি বলে। পরে হ্যালোবাইক চালক গাড়ি থামিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় বখাটে জাকিরকে আটক করে। ঘিওর থানা পুলিশে খবর দিয়ে জাকিরকে পুলিশের হাতে সোপর্দ করে।

Bootstrap Image Preview