Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নাটোরে যুবদল ও জামায়াত নেতা গ্রেফতার

আবু জাফর সিদ্দিকী, নাটোর প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ০৩:৩৯ PM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ০৩:৩৯ PM

bdmorning Image Preview


নাশকতার অভিযোগে নাটোর জেলা যুবদলের সাবেক আহ্বায়ক বাবুল চৌধুরী এবং জামায়াত নেতা শামসুল ইসলাম কল্লোলকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

রবিবার (২৮ অক্টোবর) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, নাশকতার অভিযোগে এশার নামাজ শেষে নিজ বাসা চৌধুরী বাড়িতে ফেরার পথে শহরের চাউলপট্টি এলাকা থেকে সাদা পোষাকে একদল পুলিশ বাবুলকে তুলে নিয়ে যায়।

এছাড়া রবিবার সন্ধ্যায় শহরের উত্তর চৌকিরপাড় থেকে জামায়াত নেতা এবং এনএস সরকারি কলেজের সাবেক জিএস শামসুল ইসলাম কল্লোলকেও গ্রেফতার করা হয়।

পরে সোমবার (২৯ অক্টোবর) সকালে নাটোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সৈকত হাসান বাবুল চৌধুরী এবং কল্লোলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

 

 

Bootstrap Image Preview