Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতের প্রথম নভোচারী শাহরুখ খান!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ০৫:৩৬ PM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ০৫:৩৬ PM

bdmorning Image Preview


ভারতের প্রথম নভোচারী রাকেশ শর্মা, একথা সকলের জানা। তাহলে শাহরুখ খান কিভাবে প্রথম নভোচারী হবেন? চিন্তার কোন কারণ নেই, বাস্তবের রাকেশের পর্দায় রূপ দিবেন শাহরুখ।

ভারতীয় বিমান বাহিনীর প্রথম মহাকাশচারী রাকেশ শর্মার জীবনী নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা। সেই সিনেমায় রাকেশের চরিত্রে অভিনয় করবেন শাহরুখ। শুরুতে সিনেমাটির নাম ‘স্যালুট’ শোনা গেলও নাম রাখা হয়েছে ‘সারে জাহাঁ সে আচ্ছা’। এতে আমির খান ও প্রিয়াংকা চোপড়ার অভিনয়ের কথা থাকলেও শেষমেশ চূড়ান্ত হয়েছেন শাহরুখ খান। মহেশ মাঠাইয়ের পরিচালনায় ছবিটিতে তার সাথে জুটি বাঁধবেন ভূমি পেডনেকর।

সিনেমাটির প্রযোজক রনি স্ক্রওয়ালা জানিয়েছেন, ‘চিত্রনাট্য অনেকদিন থেকেই তৈরি রয়েছে আমাদের কাছে। সামনের বছরে শুটিং শুরু হবে। তার আগে আনুষ্ঠানিকভাবে সবকিছু ঘোষণা করা হবে।’

উল্লেখ্য, ভারতের আইএসআরও এবং সোভিয়েত ইউনিয়নের ইন্টারকসমসের মহাকাশ প্রকল্পের অংশ হিসেবে ভারতের প্রথম নভোচারী হন রাকেশ। মহাকাশ থেকে টিভি সম্মেলনে ইন্দিরা গান্ধীর প্রশ্নের উত্তরে দেশপ্রেমের কথা বলে ভারতবর্ষের মন জেতেন রাকেশ। রাকেশকে প্রশ্ন করা হয়, মহাকাশ থেকে ভারত দেখতে কেমন? উত্তরে তিনি বলেছিলেন, ‘পৃথিবীর মধ্যে সেরা।’

Bootstrap Image Preview