Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বনপাড়া পৌরসভার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ০৬:২৬ PM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ০৬:২৬ PM

bdmorning Image Preview


নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার উদ্যোগে ২শ' ১৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (২৯ অক্টোবর) বিকেলে পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্থানীয় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৭৮ জন, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ১২৯  জন এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।

পৌর সচিব রেজাউল করিমের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশিষ্ট শিক্ষানুরাগী ও  সেন্ট যোশেফস স্কুল এন্ড কলেজের প্রাক্তণ প্রধান শিক্ষক গৌর পদ মন্ডল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু, প্যানেল  মেয়র আশরাফুল ইসলাম মিঠু, শরীফুন্নেছা শিরিণ, মোহিত কুমার সরকার, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, সাধারণ সম্পাদক পিকেএম আব্দুল বারী, ওয়ার্ড কাউন্সিলরগণ, অভিভাবক, সুধী সমাজ উপস্থিত ছিলেন।

পৌর মেয়র কেএম জাকির হোসেন ও অন্যান্য অতিথিরা শিক্ষার্থীদের ফুল, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করেন।

Bootstrap Image Preview