Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পুরুষ হলে ২০ টাকা, নারী হলে ১০০!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ০৯:১৩ PM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ০৯:১৩ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


অফিস শেষ করে বাসার উদ্দেশে বেরিয়েছেন তানিয়া। ট্যাক্সির সামনের ছিটে ওঠে বসলেন তিনি। কলকাতার হাওড়া এলাকার গণেশচন্দ্র এভিনিউ থেকে ট্যাক্সিতে উঠেন। কিছু দূর না যেতেই পেছনের ছিটে উঠলেন এক পুরুষ। তিনি যাবেন হাওড়া। তানিয়ার গন্তব্যও হাওড়া।

সাধারণত সন্ধার পর ওই রাস্তা ফাঁকা হয়ে যায়। সব অফিস ইতিমধ্যে ছুটি হয়ে যাওয়ায় সড়কে তেমন কোনো মানুষ নেই। এলাকাটি ছিল বেশ নির্জন। আর এই সুযোগ কাজে লাগাতে চাইলেন ট্যাক্সিচালক।

তানিয়া বলেন, পেছনে যে পুরুষ লোকটি ওঠলেন তিনি ট্যাক্সিচালককে ২০ টাকা ভাড়া দিলেন। সেটা দেখে আমিও ২০ টাকা ভাড়া দিতে গেলাম। ওই দূরত্বের ভাড়া ২০ টাকা। কিন্তু ট্যাক্সিচালক আমার থেকে ২০ টাকা নিতে রাজি হলেন না।

চালক বলেন, আপনি তো নারী। মেয়েদের আলাদা ভাড়া, বেশি টাকা লাগবে। সেটা কত? ট্যাক্সিচালকের দাবি, ১০০ টাকা লাগবে।

বল্লাম হাওড়া যেতে ১০০ টাকা দিতে হবে কেন? উত্তর এল, অত জানি না। আপনি নারী। নিয়ে যাচ্ছি। বেশি টাকা দেবেন। কে, কী দিচ্ছে আপনাকে দেখতে হবে না।

সাফ বললেন, বেশি টাকা দিতে পারলে চলুন। না দিতে পারলে আপনাকে সামনের মোড়ে নামিয়ে দিয়ে চলে যাব। তখন বুঝবেন।

Bootstrap Image Preview