এম. শরীফ হোসাইন, ভোলা প্রতিনিধি।।
মা ইলিশ রক্ষায় তৎপর ছিল কোষ্টগার্ড দক্ষিণ জোন। তারা ২০১৮ সালে “মা ইলিশ রক্ষা অভিযান” সফল করার লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী একক ও যৌথভাবে সর্বমোট ২ হাজার ২৫টি অভিযান পরিচালনা করে।
অভিযানে ৬১ লাখ মিটার কারেন্ট জাল, ২১ লাখ ৯০ হাজার ১৫০ মিটার জাল, ২৬৫ পিস বেহুন্দী জাল, ৬ লাখ ৮০ হাজার মিটার সিমফ্রাই জাল, ৬ লাখ ৩৫ হাজার ৮শ’ মিটার চরঘেরা জাল, ৫ হাজার মিটার মশারী জাল, ২শ’ টি ইঞ্জিন চালিত কাঠের বোট ও ১৬ হাজার ৬শ’ ৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৪১ কোটি ১৭ লাখ ৯১ হাজার ৫০টাকা।
উক্ত অভিযান চলাকালীন সময়ে নিষিদ্ধ থাকা সত্ত্বেও অবৈধ ভাবে নদীতে মাছ ধরার অপরাধে ৭২৭ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিচার করে বিভিন্ন মাত্রায় সাজা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী দক্ষিণ জোনের অধিনস্ত সকল বেইস, জাহাজ, স্টেশান ও আউটপোস্টসমূহে জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগের সাথে সমন্বয়ে বিশেষ টহল প্রদান করে।
দক্ষিণ জোন কর্তৃক সর্বমোট ৬৮০টি একক ও যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০ লাখ ৩৫ হাজার ৩৫০ মিটার কারেন্ট জাল, ২ লাখ ২৩ হাজার ৫শ’ মিটার সুতার জাল, ২ পিস বেহুন্দী জাল, ৪৫ হাজার ৮শ’ মিটার চরঘেরা জাল, ৮০টি ইঞ্জিন চালিত কাঠের বোট ও ৪ হাজার ৮৫ কেজি ইলিশ মাছ জব্দ করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ৫ কোটি ৫০ লাখ ৯৬ হাজার ৫শ’ টাকা।
এ অভিযানে দক্ষিণ জোনের ভোলা বেইসের দায়িত্বাধীন এলাকা সমূহ হতে ৪৭২ জন জেলেকে আটক করা হয় এবং প্রশাসন কর্তৃক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ২৯ অক্টোবর সোমবার বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের খেয়াঘাট ভোলা অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য তুলো ধরে।
এ সময় কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম রকিব উদ্দিন ভুইয়া (ট্যাজ), পিএসসি, বিএন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দপ্তর ঢাকার অপারেশন পরিচালক ক্যাপ্টেন এম ইকরাম হোসেন (ট্যাজ), পিসিজিএম, এওডব্লিউসি, পিএসসি, বিএন।