Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অর্ডিন্যান্স পরিবর্তন করায় মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের আনন্দ র‌্যালি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ১০:১৫ PM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ১০:১৫ PM

bdmorning Image Preview


মাভাবিপ্রবি প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অর্ডিন্যান্স পরিবর্তন করায় বিশ্ববিদ্যালয় প্রসাশন ও ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র‌্যালি করেছে সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (২৯ অক্টোবর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে থেকে র‌্যালি শুরু করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক ও সন্তোষ বাজার প্রদক্ষিণ করে ক্যাফেটেরিয়ার সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বিশ্ববিদ্যালয় প্রসাশন, ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আাউদ্দিন, ছাত্রলীগের সভাপতি সজীব তালুকদার ও সাধারণ সম্পাদক সাইদুর রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, ২০১৩-১৪ সেশন থেকে অর্পিত এ অর্ডিন্যান্সের জন্য অনেক শিক্ষার্থী ছাত্রত্ব হারিয়ে বিশ্বদ্যিালয় থেকে বিদায় নিয়েছে। অর্ডিন্যান্স পরিবর্তন হওয়ায় সকলেই স্বাচ্ছন্দ্যে তাদের পড়ালেখা চালিয়ে যেতে পারবে।

Bootstrap Image Preview