Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে নাশকতার মামলায় বিএনপির নেতা আটক

হবিগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ১২:২১ PM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ১২:২১ PM

bdmorning Image Preview


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল বাতেনকে (৪৫) গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

গত রবিবার দিবাগত গভীর রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সাবেক চেয়ারম্যান আব্দুল বাতেন ইনাতগঞ্জ ইউনিয়নের দীঘিরপার গ্রামের মৃত আব্দুল মতলিবের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীরের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের দীঘিরপার গ্রামে ইনাতগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল বাতেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গতকাল সোমবার তাকে আদালতের প্রেরণ করা হয়। 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, নির্বাচনকে সামনে রেখে নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

Bootstrap Image Preview