Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মতিঝিলে ৫০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ০২:১৬ PM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ০২:১৭ PM

bdmorning Image Preview


রাজধানীর মতিঝিল এলাকা থেকে ৫০ হাজার পিস ইয়াবা ও ৫০০ গ্রাম হেরোইনসহ মং চিংদাই মার্মা (৩৯) নামে ১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ।

সোমবার রাতে কবি জসীম উদ্দিন রোড থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

সিটিটিসি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ২৯ অক্টোবর সোমবার ০৯.৩৫ টায় মতিঝিল থানাধীন কবি জসীম উদ্দিন রোডের উত্তর মাথার ডান পাশে ফুটপাতের উপর হতে মাদকসহ মং চিংদাই মার্মাকে গ্রেফতার করে ফেইক কারেন্সী নোট টিম, ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ, কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট, ডিএমপি, ঢাকা ।

এসময় তার কাছ থেকে ৫০পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০  গ্রাম হেরোইন উদ্ধার করা হয় ।

গ্রেফতারকৃত বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Bootstrap Image Preview