Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ৪ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বুধবার ডাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ০৬:১৮ PM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ০৬:১৮ PM

bdmorning Image Preview


ঢাবি প্রতিনিধিঃ

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য হলভিত্তিক প্রথম খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।

মঙ্গলবার (৩০ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খসড়া ভোটার তালিকার সংশোধনী থাকলে ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ অফিসে লিখিতভাবে জানাতে হবে।

ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ৩১ অক্টোবর দুপুর ১২টায় উপাচার্য অফিস সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাব এই তালিকা উদ্বাধন করবেন।

খসড়া ভোটার তালিকার হার্ড কপি হল অফিসে সংরক্ষিত থাকবে। ducsu.du.ac.bd ওয়েবসাইট থেকে এই তালিকা দেখা যাবে।

Bootstrap Image Preview