Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এবার সংলাপ চেয়ে এরশাদের চিঠি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮, ০১:০০ PM
আপডেট: ৩১ অক্টোবর ২০১৮, ০১:০০ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


জাতীয় ঐক্যফ্রন্ট, বিকল্পধারার পর এবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের জাপার নেতৃত্বাধীন জোট ইউএনএ। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে সংলাপের চিঠি নিয়ে পৌঁছেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের প্রেস সেক্রেটারি।

বুধবার সকালে এরশাদের প্রেস সেক্রেটারি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে সংলাপ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি পাঠিয়েছিলেন বিকল্পধারার সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।  

তার আগে গত রবিবার (২৮ অক্টোবার) সংলাপ চেয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী এবং সাধারণ সম্পাদক বরাবর দুটি চিঠি দিয়েছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। 

 

Bootstrap Image Preview