Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানের বাসসের প্রতিনিধি এনামুল হক আর নেই!  

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮, ০২:৫৮ PM
আপডেট: ৩১ অক্টোবর ২০১৮, ০২:৫৮ PM

bdmorning Image Preview


বান্দরবানের সিনিয়র সাংবাদিক এনামুল হক কাসেমী আমাদের মাঝে আর নেই।

বুধবার (31 অক্টোবর) সকাল সাড়ে দশটার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে বান্দরবানের বেসরকারি হিলভিউ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৮ বছর। তিনি সরকারি বার্তা সংস্থা (বাসস), দৈনিক আজাদী ও দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার বান্দরবান জেলা প্রতিনিধি হিসেবে নিয়োজিত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্যা আত্মীয়স্বজন রেখে যান। তার মৃত্যুতে বান্দরবানে কর্মরত সংবাদকর্মী ও বান্দরবানবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 

পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালেও তিনি সবার সাথে স্বাভাবিক কথাবার্তা ও চলাফেরা করছিলেন। হঠাৎ বুকে ব্যথা হলে তাৎক্ষনিক তাকে বান্দরবান হিলভিউ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   

এদিকে সাংবাদিক এনামুল হক কাশেমীর অকাল মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি শোক প্রকাশ করেন।

তিনি এক শোক বাহিনীতে পরিবারের গভীর সমাবেদনাসহ মৃতের আত্মার শান্তি কামনা করেন। এমনকি তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবন্দরা ও সাংবাদিক মহল গভীর শোক প্রকাশ করেন। 


 

Bootstrap Image Preview