রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন ইসমাইল হোসেন।
আজ বুধবার দুপুরে তিনি ধুনট থানার ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে বিদায়ী ওসি খান মোঃ এরফানকে বিদায় সংবর্ধনা ও নতুন ওসি ইসমাইল হোসেনকে বরণের আয়োজন করেন থানা স্টাফ। এ উপলক্ষে ধুনট থানা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন, ধুনট থানার নবাগত ওসি ইসমাইল হোসেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিদায়ী ওসি খান মোঃ এরফান, পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, থানার এসআই শফিকুল ইসলাম, মাইনুদ্দিন, শাহীনুর রহমান, এএসআই শাহানুর রহমান, শাহজাহান আলী, রায়হান ও রোজিনা খাতুন।
উক্ত অনুষ্ঠানে থানার সকল এসআই, এএসআইসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ধুনট থানার নবাগত ওসি ইসমাইল হোসেন লালমনিরহাট জেলায় ডি আই ও ওয়ান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিদায়ী ওসি খান মোঃ এরফান ধুনট থানা থেকে ঢাকা সিআইডিতে বদলী হয়েছেন।