রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ফ্রি রক্তের গ্রুপ নির্র্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় ধামাচামা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে সোনাহাটা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচির উদ্বোধন হয়।
উক্ত কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সিনিয়ন যুগ্ম সম্পাদক ও ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আমল মামুন।
উপজেলার ধামাচামা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি জিন্নাহুর রহমান রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) জিন্নাত রেহেনা, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, নুরজাহান আকতার, নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হক, অত্র ইউনিয়নের চেয়ারম্যান আজাহার আলী পাইকার, নিমগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি মশিউর রহমান মোল্লা, অধ্যক্ষ নুরুল ইসলাম, সুপার আলী আহম্মেদ, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য,সন্ধানী শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ ইউনিট ও বগুড়া অনলাইন রক্তদান সংগঠনের সহযোগিতায় দিনব্যাপী ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার শিক্ষার্থীদের ফ্রি রক্তের গ্রুপ নির্র্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।