Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তির ক্ষুদ্র ভার্সন বানিয়েছেন তিনি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮, ০৮:৩৬ PM
আপডেট: ৩১ অক্টোবর ২০১৮, ০৮:৩৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের গুজরাটের কেওড়িয়াতে যখন সাড়ম্বরে উন্মোচিত হচ্ছে বিশ্বের দীর্ঘতম মূর্তি হিসেবে সর্দার বল্লভভাই পাটেলের স্ট্যাচু। ঠিক সেই সময় উল্টো দিকে হেঁটে তাক লাগিয়ে দিলেন ওড়িশার এক শিল্পী।

ভুবনেশ্বরের জাটনিতে থাকেন শিল্পী এল ঈশ্বর রাও। মিনিয়েচার কাজের জন্য ওড়িশায় তিনি ব্যাপক পরিচিত। এতদিন গণেশ থেকে ফুটবল বিশ্বকাপে নানা ধরনের ছোট ছোট মূর্তি বানিয়েছেন তিনি।

সেসব দেখলে বিস্মিত হতে হয়। তবে তার এবারের প্রয়াস নিঃসন্দেহে আরো বেশি চ্যালেঞ্জিং। কারণ, বিশ্বের উচ্চতম মূর্তিকে তিনি ধরতে চেয়েছেন মিনিয়েচার ফর্মে।

সেভাবেই সর্দার বল্লভভাই পাটেলের ‘স্ট্যাচু অব ইউনিটি’-র আদলে বানিয়েছেন ক্ষুদ্রকায় মূর্তি। তা এতটাই ছোট যে একটা বোতলের মধ্যেই দিব্যি রাখা গেছে।

এই মূর্তিটি বানানো হয়েছে সাবান দিয়ে। উচ্চতা সাড়ে তিন ইঞ্চি। তবে ঈশ্বর রাওয়ের বক্তব্য, এই মূর্তির মাধ্যমে সারা দেশে তিনিও ঐক্যের বার্তাই তুলে ধরতে চান।

Bootstrap Image Preview