মামলার ভয়ভীতি দেখিয়ে দুই লাখ ৩ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এসআই ইয়াসিন আরাফাতকে ক্লোজড করা হয়েছে। তিনি গাজীপুর মেট্রোপলিটন এলাকার কোনাবাড়ি থানা এলাকায় ৭ জনকে মামলার ভয়ভীতি তিনি এ টাকা হাতিয়ে নেন।
বুধবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ লাইনে ক্লোজড করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) মো. রুহুল আমীন বিষিয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গণমাধ্যমে বিষয়টি প্রকাশ পেলে তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়। পুলিশ কমিশনার এম বেলালুর রহমানের নির্দেশে এসআই ইয়াসিন আরাফাতের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
গত ১৯ অক্টোবর রাতে একজন মুক্তিযোদ্ধার সন্তান, দুইজন মুদি দোকানি, ইট সরবরাহকারী, কৃষক, গাড়িচালক ও স্কুলছাত্রসহ ৭ জনের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে দুই লক্ষাধিক টাকা হাতিয়ে নেন। এ সময় তিনি ওই পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও জানা যায়।
গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী- এ বিষয়ে জানতে চাইলে এসআই ইয়াসিন আরাফাত প্রথমে অভিযোগ অস্বীকার করেন। পরে তথ্য প্রমাণ তুলে ধরলে বলেন, ‘ভুল হয়ে গেছে, মাফ করে দিন। সবার টাকা ফেরত দেব।’