Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ ২ শিশুর মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ১০:৫৯ AM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ১০:৫৯ AM

bdmorning Image Preview


গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ ২ শিশু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছে।

বৃহস্পতিবার (১ নভেম্বর) ভোরে তানিম (৩) ও রাজিয়া সুলতানা (১১) মারা যায় বলে নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার।

এ ঘটনায় চিকিৎসাধীন আছেন, ওই পরিবারের আরও ২ সদস্যসহ ৩ জন। তারা হলেন- তানিমের মা সোনিয়া আক্তার (২৫), সোনিয়ার মেয়ে মিম (১) ও প্রতিবেশী রুবি আক্তার (১৫)। তাদের শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। রুবি আক্তারকে সকালে ঢাকায় পাঠানো হয়েছে।

হাটহাজারীর আমান বাজার এলাকায় তিনতলা একটি বিল্ডিংয়ে বুধবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রান্নাঘরের গ্যাসলাইন বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটে। আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি বাসাটি ভাড়া নিয়ে ওইদিনই পরিবার নিয়ে সেখানে উঠেছিলেন।

Bootstrap Image Preview