Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাশিয়ায় নিরাপত্তা সদর দফতরে হামলা, নিহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ১১:৩৩ AM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ১১:৩৩ AM

bdmorning Image Preview
সংগৃহীত


রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের শহর আরখানগেলস্কে ফেডারেল সিকিউরিটি সার্ভিসের(এফএসবি) একটি কার্যালয়ে বিস্ফোরণে ১৭ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছেন। নিহত কিশোরই হামলা চালিয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) সদর দফতরের খুব কাছেই ওই যুবক একটি ব্যাগে করে বিস্ফোরক দ্রব্য নিয়ে হামলা চালায়। বিস্ফোরণের পর ভবনটির অনেক অংশ ধসে পড়েছে। তবে হামলার পর ওই যুবক ঘটনাস্থলেই নিহত হয়।

ভবনটির সিসিটিভি ফুটেজের ছবি বিশ্লেষণ করে দেখা যায়, ওই যুবক হামলা করার কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি গ্রুপে ম্যাসেজ পোস্ট করেন। সেখানে তিনি অভিযোগ করেন, রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে তাদের ওপর নির্যাতন চালায়। ওই যুবক নিজেকে নৈরাজ্যবাদী কমিউনিস্ট হিসেবে দাবি করেন।

রাশিয়া অ্যান্টি টেরোরিজম কমিটি বলছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে ১৭ বছর বয়সী ওই যুবক সেখানকার স্থানীয় বাসিন্দা। বুধবার বিস্ফোরক বোঝাই একটি ব্যাগ নিয়ে এফএসবি সদর দফতরের খুব কাছে যায় সে। এর কিছুক্ষণ পর ব্যাগ থেকে বিস্ফোরক দ্রব্য বের করে তার বিস্ফোরণ ঘটায়। তবে ওই যুবকের ব্যাগে কী ধরণের বিস্ফোরক ছিল তা জানা যায় নি।

আর্খানগেলস্কের গভর্নর ইগোর ওরলভ এই হামলাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন। রাজধানী মস্কো থেকে প্রায় ১২ হাজার কিলোমিটার উত্তরে এ শহরটি অবস্থিত।

Bootstrap Image Preview