Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জীবননগরে জাতীয় যুব দিবস পালিত

মোঃ মিঠুন মাহমুদ, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ০৫:২৫ PM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ০৫:২৬ PM

bdmorning Image Preview


'জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল ১১টার সময় জীবননগর উপজেলা যুব উন্নয়ন অধিদফতর ও ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবু মোঃআঃ লতিপ অমল।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু মোঃ হাছানুল আজিজ, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, হাসাদহ ইউপি চেয়ারম্যান রবি বিশ্বাস, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুযজ্জামান যুদ্ধ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, ওয়েভ ফাউন্ডেশনের নুঝাত পারভিন।

Bootstrap Image Preview