বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধের সংগঠক তবিবর রহমান তালুকদার ইন্তেকাল করেছেন। (ইন্না......রাজেউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০১ বছর। বার্ধক্য জনিত কারণে বুধবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চালাপাড়া গ্রামে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১ নভেম্বর) বাদ যোহর পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। তিনি স্ত্রী, ৬ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি স্বাধীনতার পর প্রথম ধুনট ইউনিয়ন পরিষদের মনোনিত চেয়ারম্যান ছিলেন। এছাড়া ধুনট সরকারি ডিগ্রী কলেজ, ধুনট সরকারি এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়, ধুনট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং এইচ আর দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির প্রাক্তন সদস্য ছিলেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান এমপি, সাবেক সংসদ সদস্য এড. শাহজাহান আলী তালুকদার, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, সভাপতি গোলাম সোবাহান, প্রকৌশলী আসিফ ইকবাল সনি, শফিকুল ইসলাম, কুদরত-ই-খুদা জুয়েল, যুগ্ম সম্পাদক মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান প্রমুখ।