উদ্বোধনের অপেক্ষায় কিশোরগঞ্জের ভৈরবের শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়াম। ইতিমধ্যই স্টেডিয়ামের গ্যালারী কাজ ১০০% শেষ হয়েছে। গত বছর ডিসেম্বর মাসে স্টেডিয়ামের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। স্টেডিয়ামটির দ্বিতল প্যাভিলিয়ন ভবন নির্মাণ, গ্যালারি নির্মাণ, মাঠ উন্নয়ন, ড্রেন নির্মাণ, চারিদিকে দেয়াল, গ্রীল নির্মাণ ও মাটি ভরাট বাবত জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ৮ কোটি ৬৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল।
এর আগে স্টেডিয়ামে কোন ভবন বা গ্যালারী ছিলনা। এই কাজ মেসার্স ভূইয়া এন্ড ভূইয়া ড্যাভেলপার ও মেসার্স খলিলুর রহমান এই দু'টি ঠিকাদারী প্রতিষ্ঠান স্টেডিয়ামের কাজ পেয়েছে। গত ২০১৬ সালের ডিসেম্বর মাসে স্থানীয় সংসদ সদস্য নাজমুল হাসান পাপন এই স্টেডিয়ামের নির্মাণ কাজের উদ্বোধন করেন।
ঠিকাদারের নির্ধারিত সময় ২ বছরের মধ্যই স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন ঠিকাদাররা শীঘ্রই পৌর কর্তৃপক্ষের নিকট স্টেডিয়ামটি বুঝিয়ে দিবেন । আগামী সংসদ নির্বাচনের আগেই স্টেডিয়ামটি উদ্বোধন করা হবে বলে সংশ্লিষ্টরা জানান। তবে উদ্বোধনের দিন তারিখ সংসদ সদস্য পাপনের সাথে আলোচনা করে ঠিক করা হবে বলে পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন।
ভৈরবের এই স্টেডিয়ামটি দীর্ঘদিনের জন দাবি অনুযায়ী প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিনী ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বেগম আইভি রহমানের নামে নামকরণ করা হয়। তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত হন। তার স্মৃতি রক্ষার্থে স্টেডিয়ামের নামকরণ করা হয় শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়াম। এখন থেকে স্টেডিয়ামটি পৌর কর্তৃপক্ষ দেখভাল করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
জানা গেছে, স্থানীয় সংসদ সদস্য নাজমূল হাসান পাপনের উদ্যোগে ও প্রচেষ্টায় জাতীয় ক্রীড়া পরিষদ থেকে স্টেডিয়ামটির উন্নয়নে ৮ কোটি ৬৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। স্টেডিয়ামটিতে একটি দ্বিতল প্যাভিলিয়ন ভবন নির্মাণসহ তিন পাশে গ্যালারি নির্মাণ, মাঠ উন্নয়ন, ড্রেন নির্মাণ, চারপাশের দেয়াল, গ্রীল নির্মাণ ও মাটি ভরাট কাজ সম্পন্ন হয়েছে। এর আগে স্টেডিয়ামে কোন গ্যালারি বা ভবন ছিলনা।
ভূঁইয়া এন্ড ভূঁইয়া ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রকৌশলী সাদ্দাম হোসেন জানান, স্টেডিয়ামের নির্মাণের সকল কাজ শেষ হয়েছে। এখন শুধু কর্তৃপক্ষের নিকট বুঝিয়ে দেবার অপেক্ষায় আছি ।
খলিলুর রহমান ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার মো.ইসহাক আলী জানান, তাদের নির্মাণ কাজও গতকাল শেষ হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী সারোয়ার হোসেন মোবাইল ফোনে জানান, দু'টি ঠিকাদারী প্রতিষ্ঠানই সিডিউল অনুযায়ী গুনগত মান ঠিক রেখে স্টেডিয়ামের কাজ সম্পন্ন করেছে। এখন পৌর কর্তৃপক্ষের নিকট আনুষ্ঠানিকভাবে স্টেডিয়ামটি হস্তান্তর করবে ঠিকাদারগণ। এখন শুধু অপেক্ষার পালা।
ভৈরব পৌরসভার মেয়র এডভোকেট ফখরুল আলম আক্কাছ জানান, স্টেডিয়ামের কাজ শেষ হলেও আমরা এখনও স্টেডিয়ামটি পরিদর্শন করেনি। তবে পৌরসভার প্রকৌশলীরা সবসময় নির্মাণ কাজের তদারকি করেছে। স্থানীয় সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের সাথে আলোচনা করে উদ্বোধনের দিন তারিখ ঠিক করা হবে বলে জানান তিনি।