বন্দর নগরী চট্টগ্রামে পারিবারিক কলহে একের পর এক খুনের ঘটনা ঘটছে। এতে অভিবাক মহল উদ্ধিগ্ন হয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে নগরীতে খুনের ঘটনায় আইনশৃংখালার অবনতি নিয়ে জনমনে চরম আতংত বিরাজ করছে। নগরবাসীর মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
গত ৬ দিনের ব্যবধানে পৃথক ঘটনায় নগরীতে স্বামীর হাতে ৩ স্ত্রী ৪ জন খুন হয়েছে। এ ঘটনায় পৃথক ৩টি মামলা হলেও একটি মামলায় একজন গ্রেফতার ছাড়া অপরাপর মামলায় কোন গ্রেফতার নেই। যার কারণে একটি হত্যার ক্লু উদঘাটিত হলেও অপর দুইটি হত্যার রহস্য উম্মেটিত হয়নি। এদিকে গত ৩০ অক্টোবর নগরীর পাঠানতুলি এলাকায় স্বামী কতৃক স্ত্রী ও তার মাকে শ্বাসরোধ করে হত্যার ঘটনার রেষ কাটতে না কাঠতেই আবারো খুনের ঘটনা ঘটেছে বন্দর নগরী চট্টগ্রামের বাকলিয়ার তুলাতলিতে।
পারিবারিক কলহের জের ধরে আজ বৃহস্পতিবার ভোরে বাকলিয়ার তুলাতলী এলাকায় আলী ভবনে রোকসানা আকতার (২৮) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহত রোকসানা একই এলাকার রাজমিস্ত্রী মো.জয়নালের স্ত্রী। তাদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়।
বাকলিয়া থানার ওসি প্রণব কুমার চৌধুরী বলেন, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূকে ছুরি দিয়ে হত্যা করে স্বামী পালিয়ে যান। জয়নালকে গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে বলে জানান ওসি প্রণব।
এর আগে গত ৩০ অক্টোবর মহানগরীর ডবলমুরিং থানার পাঠানটুলি এলাকায় মা ও মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পুলিশ ওইদিন মা হোসনে আরা ও মেয়ে পারভিনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয় ডবলমুরিং থানায়। এ পর্যন্ত হত্যার ঘটনায় জড়িত পারভিনের স্বামী মতিনকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।
গত ২৯ অক্টোবর চট্টগ্রাম নগরের হালিশহর ছোটপুল এলাকায় ড্রেনের ভেতর থেকে সুমি ইসলাম (২৬) নামে এক গৃহবধূর বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধারের পর বিচ্ছিন্ন মাথাও উদ্ধার করেছে হালি শহর থানা পুলিশ। গত সোমবার ভোররাতে বেপারীপাড়া পইট্টাদীঘির পশ্চিম পাশে কবরস্থানের ঝোপের ভেতর থেকে ওই নারীর মাথা উদ্ধার করা হয় বলে জানান হালিশহর থানার ভারপ্র্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়দুল হক
ওসি ওবায়দুল হক বলেন সুমি ইসলাম খুলনার পোটপাড়া এলাকার শহিদুল ইসলামের মেয়ে। স্বামী জাহিদ হোসেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা এলাকার হারুনুর রশিদের ছেলে। গত দেড় বছর আগে তাদের বিয়ে হয়। সুমি সিডিএ আবাসিক এলাকায় একটি বুটিক হাউজে চাকরি করতেন। তারা ছোটপুল এলাকায় ভাড়া থাকতেন বলে জানায় পুলিশ। পারিবারিক বিরোধের জের ধরে স্বামী জাহিদ স্ত্রীকে গলা কেটে হত্যা হরেছে। জাহিদকে গ্রেফতার করা হয়েছে।