Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টাইগারদের বিপক্ষে টেস্ট লড়াইয়ের জন্য সিলেট পৌঁছিয়েছে জিম্বাবুয়ে দল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ০৮:৪৩ PM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ০৮:৪৩ PM

bdmorning Image Preview


টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর এবার টেস্ট সিরিযে মুখোমুখি হতে যাচ্ছে জিম্বাবুয়ে। দুই ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামীকাল শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।তাই সিরিজের প্রথম ম্যাচ খেলতে আজ বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছে হ্যামিলটন মাসাকাজা নেতৃত্বাধীন ক্রিকেট দল।
আগামী ৩নভেম্বর দুই দলের লড়াইয়ের মধ্য দিয়ে দেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে যাত্রা শুরু করবে চাপাতা আর টিলাবেষ্টিত অপরূপ এই স্টেডিয়ামটি।
আজ দুপুরে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সেখান থেকে সরাসরি হোটেলে চলে যায় টিম জিম্বাবুয়ে। বিশ্রামের পর আগামীকাল শুক্রবার তাদের অনুশীলন করার কথা রয়েছে। এরআগে ২৭ অক্টোবর সিলেট এসে পৌঁছে মাহমুদুল্লাহ’র নেতৃত্বাধীন বাংলাদেশ দল। আজ বৃহস্পতিবারও তারা অনুশীলনও করেছে।

Bootstrap Image Preview