Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তালায় শান্তিপূর্ণ পরিবেশে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত

এসএম বাচ্চু, তালা(সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ০৮:৫২ PM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ০৮:৫২ PM

bdmorning Image Preview


মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা ২০১৮ শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার থেকে  শুরু হয় পরীক্ষা।

কেন্দ্র সূত্রে জানা যায়, তালা উপজেলায় জেএসসি পরীক্ষায় তালা সরকারি বি দে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ও সরকারি বালিকা বিদ্যালয়ের ২টি কেন্দ্র পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৬ শত ৮ জন। কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫ শত ৮৫ জন। খলিষখালি মাগুরা এসসি কলেজিয়েট ইনস্টিটিউট কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫ শত ৭০ জন। আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৮ শত ৩০ জন। জেডিসি পরীক্ষায় তালা আলিয়া মাদরাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪ শত ৬৬ জন। পাটকেলঘাটা আল আমিন ফাযিল মাদরাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬ শত ৬৫ জন।

উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন জানান, পরীক্ষা নকল মুক্ত করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।  

Bootstrap Image Preview