Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘ইন্দুবালা’র পোস্টারে পপির চমক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৮, ০৩:৩০ PM
আপডেট: ০২ নভেম্বর ২০১৮, ০৩:৩০ PM

bdmorning Image Preview


বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলোদেশেও শুরু হয়েছে ওয়েব সিরিজ। দেশের প্রথম সারির অভিনয়শিল্পীরা যুক্ত হচ্ছেন এই ওয়েব সিরিজে। ‘ইন্দুবালা’ সিরিজটির নাম ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়িকা পপি।

গত বৃহস্পতিবার (১ নভেম্বর) ‘ইন্দুবালা’ ছবির পোস্টার প্রকাশ করা হয়েছে। নান্দনিক এই পোস্টারটি সবার নজর কাড়ে। পোস্টারে দেখা যায়, একটি আসনে বসে আছেন পপি। চারপাশে আছেন চিত্রনায়িকা আঁচল, তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, চিত্রনায়ক এ বি এম সুমন। এটি কোনো সিনেমার পোস্টার নয়, অনন্য মামুন পরিচালিত ওয়েব সিরিজের পোস্টার। পোস্টারটি ডিজাইন করেছেন অভি মিত্র।

এই ধরনের কাজ প্রথমবারের মতো করতে পেরে বেশ উচ্ছ্বসিত পপি। তিনি বলেন,‘আমি অভিনয় শিল্পী,অভিনয় আমার নেশা। যে কারণে ভালো কোনো গল্পে চরিত্র পেলে কাজ করতে আগ্রহ বোধ করি। এই গল্প ও চরিত্র দুটোই আমার অনেক পছন্দ হয়েছে,যে কারণে আমি এই ওয়েব সিরিজের সাথে যুক্ত হয়েছি। আমি বিশ্বাস করি পোস্টারের মতো ওয়েব সিরিজটিও সবাই পছন্দ করবেন।’

ইনোভেট সল্যুশন লিমিটেড প্রযোজিত ‘ইন্দুবালা’র গল্পে দেখা যাবে, সমাজ জঞ্জালে ভরে গেছে। চারদিকে শুধু অন্যায়, দুর্নীতি। এই অনাচার থেকে সাধারণ মানুষকে মুক্ত করতে ইন্দুবালা এগিয়ে আসেন। তিনি প্রতিবাদী একজন নারী, কিন্তু হিংসা কিংবা সহিংসতা দিয়ে নয়, ভালোবাসার পরম মমতায় সমাজ থেকে অন্যায় দূর করতে সে দৃঢ়প্রতিজ্ঞ।

Bootstrap Image Preview