Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নবাবগঞ্জে ১০টি দোকান পুড়ে ছাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৮, ০৫:১০ PM
আপডেট: ০২ নভেম্বর ২০১৮, ০৫:১০ PM

bdmorning Image Preview


সৈয়দ রোকনুজ্জামান রোকন, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জে আগুন লেগে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ দুর্ঘটনায় প্রায় ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (০১ নভেম্বর) রাতে উপজেলার মধ্য মাগুরা কাঠাঁলপাড়া বটতলী বাজারে এ দুর্ঘটনা ঘটে। 

রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে গেলে আকষ্মিকভাবে আগুন লেগে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ দুর্ঘটনায় প্রায় ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ওই বাজারের দোকান মালিক মো. মোজাহার আলী।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, এ ঘটনায় নবাবগঞ্জ থানায় ইউডি মামলা হয়েছে।

Bootstrap Image Preview