Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঝিনাইদহে শিক্ষার্থীদের নিয়ে মধ্যহ্নভোজ করেছেন প্রয়াস আনন্দ স্কুল কর্তৃপক্ষ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৮, ০৮:১৫ PM
আপডেট: ০২ নভেম্বর ২০১৮, ০৮:১৫ PM

bdmorning Image Preview


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে মধ্যহ্নভোজ করেছেন প্রয়াস আনন্দ স্কুল কর্তৃপক্ষ।

আজ শুক্রবার দুপুরে স্থানীয় ওয়াজির আলী স্কুলে এ মধ্যহ্নভোজের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আলমগীর হোসেন জানান, ২০১৬ সাল থেকে শিশুশ্রমে নিয়োজিত শিশু ও ঝড়েপড়া শিক্ষার্থীদের সমাজের মুল ধারায় ফিরিয়ে আনার জন্য প্রয়াস আনন্দ স্কুলটি চালু করা হয়। এতে শহরের বিভিন্ন এলাকার ৪০ জন সুবিধাবঞ্চিত নিয়মিত পাঠদান ও সহযোগিতা করা হচ্ছে।

এরই অংশ হিসেবে আজ দুপুরে ওই ৪০ জন শিক্ষার্থীদের নিয়ে মধ্যহ্নভোজের আয়োজন করা হয়।

এসময়  উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ সুষেন্দু কুমার ভৌমিক, আমিনুর রহমান টুকু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজিম উদ্দিন জুলিয়াস, প্রয়াসের সভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক রাশেদুল হক, সাংগঠনিক সম্পাদক শাহীন চারুদেশ, অর্থ সম্পাদক ইসাহাক আলী, শিক্ষক মোবারক হোসেন প্রমুখ।

Bootstrap Image Preview