Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জিম্বাবুয়ে শিবিরে তাইজুলের প্রথম আঘাত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ১১:০১ AM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ১১:০২ AM

bdmorning Image Preview


জিম্বাবুয়ের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে করছে বাংলাদেশ দল। ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ ভালো করে জিম্বাবুয়ে দুই ওপেনার। তবে তাদের পার্টনারশীপ আরো বড় হওয়ার আগেই জিম্বাবুয়ে শিবিরে প্রথম আঘাত আনলেন তাইজুল ইসলাম। 

রিপোর্টটি লেখা পর্যন্ত

সংক্ষিপ্ত স্কোর: ৪৩-১ উইকেট। 

ক্রিজে আছেন: হ্যামিলটন মাসাকাদজা ২৪ ও টেইলর ৪।

তাইজুলের আঘাত: প্রথম সেশনের ১১ তম ওভারের চতুর্থ বলে জিম্বাবুয়ে ওপেনার  ব্রায়ান চারিকে ফিরিয়ে দেন। তাইজুলকে উঠিয়ে মারতে গিয়ে ৩১ বল থেকে ১৩ রান করে ফিরে যান তিনি।  এর আগে আবু জায়েদ রাহির বলে এলবিডব্লিই আবেদন বাংলাদেশ রিবিউ নিলেওে ব্যাটে লাগায় চারিকে নট আউট দিয়েছিলেন আম্পায়ার।

বাংলাদেশ দল: লিটন দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ,  নাজমুল ইসলাম অপু, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি।

জিম্বাবুয়ে দল: হ্যামিলটন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চরি,  ক্রেগ এরভিন, ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পি জে মুর, রেজিস ইয়ার (ওয়ান),  ব্র্যান্ডন মাভুতা,  ওয়েলিংটন মাসাকাদজা,  কাইল জারভিস, তেন্ডাই চাতারা।

Bootstrap Image Preview