Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জেল হত্যা দিবসে রাবি প্রশাসনের পুস্পস্তবক অর্পণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ১১:৪৪ AM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ১১:৪৪ AM

bdmorning Image Preview


আকরাম হোসাইন, রাবি প্রতিনিধি:

জেল হত্যা দিবস উপলক্ষে পুস্পস্তবক অর্পণ করেছে রাজশাহী বিশ^বিদ্যালয় প্রশাসন।

আজ শনিবার সকাল সাড়ে ৮টায় দিবসটির স্মরণে শহীদ এ এইচ এম কামারুজ্জামানের কবরে পুস্পস্তবক অর্পণ করা হয়। 
পুস্পস্তবক অর্পনের পর তাঁরা শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

এসময় উপস্থিত ছিলেন, বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক এম আব্দুস সোবহান, প্রোভিসি অধ্যাপক আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার প্রমুখ ।

 

Bootstrap Image Preview