গাজীপুর মহানগরীর চান্দনা এলাকার রওশন সড়কের গেইট থেকে ডাকাত সন্দেহে দেশীয় অস্ত্রসহ ৮ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে তাদের আটক করা হয়।
গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তার হোসেন জানান, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে চান্দনা এলাকার রওশন সড়কের প্রবেশ গেইট থেকে ডাকাতির প্রস্তুতিকালে ওই যুবকদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দুইটি চাপাতি, পাঁচটি ছোরা ও একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- মো. কাজল মিয়া (১৯), মো. কামাল হোসেন (২৭), মো. সুমন মিয়া (১৮), মামুন (২০), মো. রেহান ইসলাম (১৮), সুমন (১৮) আপেল মিয়া (১৯) ও মো. রবি (২৫)।