Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিজয়ফুল তৈরি প্রতিযোগিতায় কক্সবাজার জেলায় প্রথম নওশিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ০৪:৩৫ PM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ০৪:৩৫ PM

bdmorning Image Preview


উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের ব্যবস্থাপনায় সারা দেশে আয়োজিত বিজয়ফুল তৈরি প্রতিযোগিতায় কক্সবাজার জেলা পর্যায়ে 'খ' গ্রুপ থেকে কবিতা রচনা বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ইফতিয়া নূর নওশিন।

শুক্রবার (২ নভেম্বর) কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে নওশিনের হাতে পুরষ্কার তুলে দেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসাইন।

নওশিন উখিয়া উপজেলা পর্যায়ে 'খ' গ্রুপ থেকে চারটি বিষয় যথাক্রমে কবিতা রচনা, কবিতা আবৃত্তি, দলীয় জাতীয় সংগীত ও দলীয় দেশের গানে প্রথম হয়ে জেলা পর্যায়ে অংশ নেয়।

আগামী ৯ নভেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের বিজয়ফুল তৈরি প্রতিযোগিতায় নওশিন কক্সবাজার জেলার প্রতিনিধিত্ব করবে। সে সকলের দোয়া প্রত্যাশী।

উল্লেখ্য, নওশিন উখিয়া কলেজের শরীরচর্চা শিক্ষক মোহাম্মদ ইকবাল ও উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা বিভাগের পরিদর্শিকা কোহিনূর আক্তারের একমাত্র মেয়ে।

Bootstrap Image Preview