Bootstrap Image Preview
ঢাকা, ২১ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ৬ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধস, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ০৬:১৪ PM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ০৬:৪২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় সুমাত্রা প্রদেশে বন্যা ও ভূমিধসে দুই জন মারা গেছে। এছাড়া নিচু এলাকা থেকে প্রায় ৩শ লোককে সরিয়ে উঁচু স্থানে আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। দেশটির দুর্যোগ সংস্থার এক কর্মকর্তা আজ শনিবার এই তথ্য জানান।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা’র মুখপাত্র আরিজা রিকো বলেন, ভারী বৃষ্টিপাতে নদীগুলোর পানি উপচে বন্যার সৃষ্টি করেছে। প্রাদেশিক রাজধানী পাডাংয়ের প্রায় ৬শ’ বাড়িঘর পানিতে ডুবে গেছে।

তিনি বলেন, শক্তিশালী ঢেউয়ের আঘাতে নগরীর দুই বাসিন্দা মারা গেছেন।

তিনি আরো বলেন, ঢেউয়ের আঘাতে তিনটি সেতু ধসে পড়েছে এবং একটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পানিতে ডুবে যাওয়া বাড়িঘরের মানুষ আত্মীয় স্বজনের বাড়ি, মসজিদ ও অন্যান্য উঁচু স্থানে আশ্রয় নিয়েছে।

Bootstrap Image Preview