Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মারা গেলেন নারী কনস্টেবল, গণপিটুনি খেলেন পুলিশ কর্মকর্তা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ০৬:২১ PM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ০৬:২১ PM

bdmorning Image Preview


পুলিশ লাইনে কর্মরত অবস্থাতেই মারা যান ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক নারী কনস্টেবল। আর এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট মনু মাহারাজকে মারধর করেছেন ক্ষিপ্ত সহকর্মীরা। ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের পাটনা শহরে।

গতকাল শুক্রবার পুলিশ লাইনে কর্মরত অবস্থাতেই মারা যান ঐ নারী কনস্টেবল।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশকর্মীদের অভিযোগ, বারবার আবেদন করা সত্ত্বেও ওই নারী কর্মীকে ছুটি দিচ্ছিলেন না মনু মাহারাজ। অসুস্থ অবস্থায় কাজ করাতেই তার মৃত্যু হয়েছে। নারী কনস্টেবলের আকস্মিক মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন তার সহকর্মীরা। এ সময় তারা লাঠি হাতে নির্মমভাবে পেটাতে থাকেন ওই পুলিশ কর্তাকে। বিক্ষুব্ধ হয়ে পুলিশ লাইনের বাইরেও ভাঙচুর করেন তারা।

পুলিশ সদস্যরা জানান,ওই নারী কনস্টেবল ডিউটিতে এসে হঠাৎ পড়ে গিয়ে জ্ঞান হারান। এরপর তিনি থানায় গিয়ে তিন দিনের ছুটির আবেদন করেন। কিন্তু তাকে তা দেওয়া হয়নি। অসুস্থ শরীর নিয়ে কাজ করার সময়ই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তার সহকর্মীরা।

Bootstrap Image Preview