Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাঁড়াশি অভিযানে আটক ৩৬

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ০৬:৪৬ PM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ০৬:৪৬ PM

bdmorning Image Preview
প্রতীকী


হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরে চলমান মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে ২৯ জনসহ বিভিন্ন মামলার মোট ৩৬ জনকে আটক করেছে থানা পুলিশ, ডিবি ও র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা জব্দ করা হয়।

শুক্রবার (২ অক্টোবর) থেকে পরদিন শনিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটক করা হয় ৩৬ জনকে।

শনিবার (৩ নভেম্বর) সকালে জেলা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

পুলিশের দেওয়া বিজ্ঞপ্তিতে জানা যায়, আটককৃতদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে জিআর মামলায় ১৩ জন, সিআর মামলায় ১৬ জন, নিয়মিত মামলায় ৩ এবং ৬ জন মাদক ক্রেতা-বিক্রেতা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মোট ৪টি মামলা দায়ের করা হয়েছে।

Bootstrap Image Preview