Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাউশি’র মহাপরিচালকের মৃত্যুতে বিইআরএফের শোক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ০৭:০৭ PM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ০৭:০৭ PM

bdmorning Image Preview


মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক মো. মাহাবুবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে শিক্ষা বিষয়ক রিপোর্টারদের সংগঠন বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরাম (বিইআরএফ)।

আজ বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরাম (বিইআরএফ) সাধারণ সম্পাক এস এম আববাস কর্তৃক গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শোক প্রকাশ করেন।
 
সংগঠনের সভাপতি মোস্তফা মল্লিক ও সাধারণ সম্পাদক এস এম আববাস এক প্রেস বার্তায় বলেন, অধ্যাপক মাহাবুবুর রহমান একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে শিক্ষা বিষয়ক রিপোর্টার্স ফেরাম মহাপরিচালকের মৃত্যুতে শোক প্রকাশ করছি এবং তার পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানাচ্ছি।

উল্লেখ্য, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহাবুবুর রহমান শনিবার (৩ নভেম্বর) দুপুরে মৃত্যুবরণ করেন।

Bootstrap Image Preview