Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পুলিশ প্রটোকলে এমপির গাড়িতে হামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ০৭:৫০ PM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ০৭:৫০ PM

bdmorning Image Preview


পুলিশ প্রটোকলে যাওয়ার পথে কুমিল্লার বরুড়ায় (কুমিল্লা-৮) বরুড়া আসনের জাতীয় পার্টির এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নুরুল মিলনের গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার ঝলম বাজারে এ হামলার ঘটনা ঘটে। এ সময় সংসদ সদস্য নুরুল ইসলাম মিলন গাড়ির ভেতরে ছিলেন। খবর পেয়ে বরুড়া থানা ওসি আজম উদ্দিন মাহমুদ ঘটনাস্থলে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চিতড্ডা ইউনিয়নের চিতড্ডা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় একটি নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনার উদ্বোধন করার জন্য পুলিশ প্রটোকলে যাওয়ার পথে ঝলম বাজারের মুখে গাড়ি গতিরোধ করে দুর্বৃত্তের একটি দল। এসময় গাড়িটিতে হামলা চালিয়ে ভাঙচুর করে তারা।

ঘটনার সত্যতা স্বীকার করে অতিরিক্ত পুলিশ সুপার দক্ষিণ আবদুল্লাহ আল মামুন বলেন, এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bootstrap Image Preview