Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাঘাটায় যুবক নিখোঁজ, ৬ দিনেও মেলেনি কোন খোঁজ

মোস্তাফিজুর রহমান (ফিলিপস্), সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ০৭:৫১ PM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ০৭:৫২ PM

bdmorning Image Preview


গাইবান্ধার সাঘাটার ডিমলা পদুম শহর গ্রামের রেজাদুল করিমের ছেলে মো: ছাদ্দাম হোসেন (২৫) নামে এক যুবক নিখোঁজের ছয়দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি।

জানা যায়, উপজেলার ডিমলা পদুম শহর গ্রামের রেজাদুল করিমের ছেলে ছাদ্দাম হোসেন এক বছর ধরে ঢাকা গাজিপুরে মাসকো গামেন্টর্স এ কোয়ালিটি পদে চাকরি করে আসছিল। গত ৩০ অক্টোবর গ্রামের বাড়িতে আসার পথে সে নিখোঁজ হয়। শনিবার (৩ নভেম্বর) পর্যন্ত তার সন্ধান মেলেনি।

স্ত্রী রেজমা বলেন, তিন বছর পূর্বে বিয়ে হয় তাদের। মাঝে মধ্যে পাগলের মতো হয়ে যায় সে। গত ছয়দিন আগে আমার সাথে কথা হয়েছিল, সে বাড়িতে আসবেন। সেই থেকে নিখোঁজ রয়েছে। আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুজি করেও কোন সন্ধান পাওয়া যায় নি তার। কেউ যদি সন্ধান পান ০১৭৮০৮৯৮৬৭৭ স্ত্রী রেজমাকে জানানোর অনুরোধ করেছে পরিবার।

এদিকে ছেলে ছাদ্দাম হোসেন হারানোর শোকে মা ফুলমতি পাগল প্রায় হয়ে গেছে।

এ ব্যাপারে থানায় জিডি করা হবে বলেও পরিবারের লোকজন নিশ্চিত করেন। 
 

Bootstrap Image Preview