Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঠোঁট থেকেই শুরু হোক যত্ন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৮, ১২:২৭ PM
আপডেট: ০৪ নভেম্বর ২০১৮, ১২:২৭ PM

bdmorning Image Preview


হেমন্তের হিমেল হাওয়ায় শীতের ‍বার্তা। ঝড়া পাতার দিনগুলো কেমন বিষন্ন করে দিচ্ছে চারপাশ। বাইরে বের হলেই মনে হয় ঠোঁট শুকিয়ে যাচ্ছে, ত্বকও টান ধরছে। 

সুন্দর কোমল ঠোঁট পুরো শীতে চাইলে আজ থেকেই আমাদের যত্ন নিতে হবে। যা করতে হবে: 

১.জিহ্বা দিয়ে ঠোঁট ভেজানো থেকে বিরত থাকুন। যতবারই জিহ্বা দিয়ে ঠোঁট ভেজাবেন এটি ততই শুষ্ক হবে

২.ঠোঁট মসৃণ করতে দুধের সর, মধু ও চিনি দিয়ে প্রতিদিন মাত্র দুই মিনিট ম্যাসাজ করুন। পাবেন চমৎকার ফল

৩.ম্যাট নয়, ময়েশ্চারাইজার সমৃদ্ধ লিপস্টিক ব্যবহার করুন 

৪.রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটে লিপ ক্রিম ও পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন 

৫.প্রতিদিন অন্তত ৮ গ্লাস পানি পান করুন। 

৬.ঠোঁটকে শুষ্কতার হাত থেকে বাঁচাতে ঠোঁটে নারকেল তেল ব্যবহার করুন 

৭.ভিটামিন সি সমৃদ্ধ লেবু-কমলা বেশি করে খান 

৮.গোলাপি ঠোঁটের জন্য গোলাপ ফুলের পাপড়ি চটকে নিয়ে ঠোঁটে ম্যাসাজ করুন, পাঁচ মিনিট পর ধুয়ে নিন

৯.সব সময় সঙ্গে লিপবাম ‍রাখুন। কয়েকঘণ্টা পরপর লাগিয়ে নিন। 

সুন্দর থাকতে এখন থেকেই নিয়মিত শীতের যত্ন নিতে শুরু করুন। আর যত্নটা শুরু করুন ঠোঁট থেকে। 

Bootstrap Image Preview