Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতের উচ্চপদস্থ ২ কর্মকর্তার বিরুদ্ধে ২৫ নারীকে যৌন হেনস্থার অভিযোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৮, ০২:৫৫ PM
আপডেট: ০৪ নভেম্বর ২০১৮, ০২:৫৬ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ভারতের গুজরাট রাজ্যের সুরাতে দুই উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে ২৫ জন নারীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। এরই মধ্যে থানায় মামলা দায়ের করেছে ওই নারীরা।

থানার পুলিশ কর্মকর্তা শর্মা জানান, ওই কর্মকর্তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে।

ভুক্তভোগী ওই নারীরা নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করত। তাদের অভিযোগ, তাদের দুই উচ্চপদস্থ কর্মকর্তা তাদের ইউনিফর্ম ঠিক করার কথা বলে শরীরে হাত দিত। এছাড়া কেউ তাদের পছন্দের জায়গায় বলদি চাইলে তাদের কাছে ঘুষ চাইতো।

এজন্য কাউকে যৌন প্রস্তাবও দেয় বলে অভিযোগ করেন নারীরা। এতে কেউ রাজি না হলে তাদের দুর্গম কোনো জায়গায় ট্র্যান্সফার করে দিত।

যতদ্রুত সম্ভাব এই মামলার সূরহা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Bootstrap Image Preview