গত শনিবার (৩ অক্টোবর) ছিল বলিউড অভিনেতা হিমাংশ কোহলির ২৯তম জন্মদিন। প্রেমিকের জন্মদিনে সামাজিক মাধ্যমে কয়েকটি যুগল ছবি শেয়ার করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কাক্কার। সেখানে জন্মদিনের আদুরে বার্তাও দিয়েছেন। নেহার সেই বার্তা পড়লে যে কারো হৃদয় বিগলিত হয়ে যাবে।
কোহলির উদ্দেশে নেহা লিখেছেন,‘শুভ জন্মদিন, সর্বসুখ! তোমার মতো পুরুষ আরো প্রয়োজন! তোমাকে পেয়ে আমি সৌভাগ্যবান... ভালোবাসি হিমান।’
জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর ও অভিনেতা হিমাংশ কোহলির প্রেমকাহিনি কারো অজানা নয়। ইন্ডিয়ান আইডল এর সেটে আনুষ্ঠানিকভাবে সম্পর্কের ঘোষণা দিয়েছিলেন এ যুগল। এরপর থেকে তাঁরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ছবি শেয়ার করছেন।
একটি মিউজিক ভিডিওতে নেহা ও কোহলিকে একসঙ্গে দেখা গেছে। ‘ওহ হাম সফর’ গানটির সুর করেছেন নেহার ভাই টনি কাক্কার। মিউজিক ভিডিওটি এ পর্যন্ত ১৭২ মিলিয়নের বেশি দর্শক দেখেছেন।
বলিউডে এখন বেশ জনপ্রিয় সংগীতশিল্পী ৩০ বছরের নেহা। ‘লন্ডন থামাকড়া’,‘কর গ্যায়ি চুল’, ‘দিলবার’,‘মানালি ট্র্যান্স’ ও ‘ধাতিং নাচ’সহ অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তাঁর ঝুলিতে।
অন্যদিকে ২০১৪ সালে ‘ইয়ারিয়ান’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় হিমাংশ কোহলির। এছাড়াও তিনি ‘সুইটি ওয়েডস এনআরআই’ ছবিতে অভিনয় করেছেন।