শিত আসছে আবারও। উষ্ণতার দিন শেষ প্রায়। সারা দেশে দিন দিন শীতের দাপট একটু একটু করে বেড়েই চলেছে। পঞ্চগড়ের অবস্থান হিমালয়ের কাছে হওয়ায় এ জেলায় হিমালয় থেকে বয়ে আসা শৈত্যপ্রবাহে অনেকটা জেঁকে বসতে শুরু করেছে।
গতবারের চেয়ে এবার পঞ্চগড় জেলায় তাপমাত্রা অনেক নিচে নেমে আসবে বলে আশঙ্কা করছেন অনেকেই। এ জেলায় দিনের বেলা কখনো গরম, আবার কখনো রোদের মিষ্টি তাপমাত্রার পর সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত থাকছে শীতল আবহাওয়া।
পঞ্চগড় সদরসহ সীমান্ত উপজেলা তেঁতুলিয়ায় ঘুরে দেখা যায়, পাহাড়ি হিমেল হাওয়ার কারণে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত গরম কাপড় ব্যবহার করছে স্থানীয়রা।
এ দিকে ফুটপাতেও গরম কাপড়ের বেচা-কেনা শুরু হয়েছে। শীতের কারণে রাতে কাঁথা-কম্বল ছাড়া ঘুমানো কষ্ট কর হয়ে পড়েছে বলে জানায় তেঁতুলিয়াবাসী। শীতের কারণে রিকশা চালকদেরও সমস্যায় পড়তে হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষক ফজলে রহমান জানান, আজ (রবিবার) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী জানুয়ারিতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসবে।