Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চলে গেলেন বিএনপি নেতা তরিকুল ইসলাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৮, ০৬:৪১ PM
আপডেট: ০৪ নভেম্বর ২০১৮, ০৬:৪১ PM

bdmorning Image Preview


বর্ষীয়ান রাজনীতিবিদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর অ্যাপেলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তরিকুল ইসলামের ছেলে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য অনিন্দ্য ইসলাম অমিত বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। কয়েকদিন আগে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে রাজধানীর অ্যাপেলো হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

এদিকে, বিএনপি নেতা তরিকুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন।

প্রসঙ্গত, যাশোর থেকে ৪ বার নির্বাচনে জিতে সংসদে যাওয়া তরিকুল ইসলাম চারদলীয় জোট সরকারের তথ্যমন্ত্রী এবং পরিবেশ ও বনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ার আগে তিনি সহ-সভাপতিসহ দলটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

দুই পুত্র সন্তানের জনক তরিকুল ইসলাম ১৯৪৬ সালের ১৬ নভেম্বর যশোর শহরে জন্মগ্রহণ করেন। পিতা আলহাজ্জ্ব আব্দুল আজিজ একজন ব্যবসায়ী ছিলেন। মাতা মোসাম্মৎ নূরজাহান বেগম ছিলেন একজন গৃহিণী। তার স্ত্রী নারর্গিস ইসলাম তার অন্যতম রাজনৈতিক সহযোদ্ধা। তিনি যশোর সরকারী সিটি কলেজে বাংলা বিভাগের উপাধ্যাক্ষ পদে দায়িত্ব পালন করেছিলেন।

Bootstrap Image Preview