Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অনলাইনে মনোনয়ন জমার বিধিমালা চূড়ান্ত

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৮, ০৮:২৪ PM
আপডেট: ০৪ নভেম্বর ২০১৮, ০৮:২৪ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


অনলাইনে মনোনয়ন জমার বিধিমালা চূড়ান্ত রেখে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ চূড়ান্ত হয়েছে আগামী ৮ নভেম্বর।

রবিবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২ মিনিটে কমিশনের সভা শেষে ৮ নভেম্বর তফসিল ঘোষণার কথা জানান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।

৮ নভেম্বর জাতির উদ্দেশ্যে সিইসির ভাষণে এই তফসিল ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে রবিবার বিকাল ৩টায় ইসির এক বৈঠকে ইভিএম ব্যবহারের বিধান রেখে বিধিমালা চূড়ান্ত করা হয়। তার আগে শনিবার অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিষয়ে বিধিমালা চূড়ান্ত করা হয়।

এদিকে শনিবার বিকালে চলমান সংলাপ শেষ হওয়া পর্যন্ত একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না করতে অনুরোধ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর চিঠি দেয় জাতীয় ঐক্যফ্রন্ট।

চিঠিতে বলা হয়, 'আপনারা প্রধানমন্ত্রীর সংলাপের বিষয়টি অবগত আছেন এবং সেদিকে নজর রাখছেন। সেই প্রেক্ষাপটে আমরা মনে করি, তফসিল ঘোষণার ক্ষেত্রে সিদ্ধান্ত নেয়ার বিষয়টি চলমান রাজনৈতিক প্রক্রিয়া। এ জন্য সংলাপ না হওয়া পর্যন্ত কমিশনের অপেক্ষা করাই শ্রেয়।

Bootstrap Image Preview