Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

উখিয়া সীমান্তে বিজিপির গুলি বর্ষণ, আহত ২ শিশু

সালাহ উদ্দিন, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৮, ০৮:৩৫ PM
আপডেট: ০৪ নভেম্বর ২০১৮, ০৮:৩৭ PM

bdmorning Image Preview


বাংলাদেশের অভ্যন্তরে অকারণে গুলি বর্ষণ করেছে মিয়ানমার বর্ডারগার্ড পুলিশ (বিজিপি)। এতে গুলিবিদ্ধ হয়েছে দুই শিশু। এদের মধ্যে একজন স্থানীয় ও অন্যজন রোহিঙ্গা। তাদেরকে উখিয়ার কুতুপালং রেডক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রবিবার দুপুর ২ টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের উখিয়ার রহমতের বিল এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি তদন্ত খায়রুজ্জামান।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে স্থানীয়দেও সহায়তায় গুলিবিদ্ধ শিশুদের হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ শিশুদের মধ্যে একজন স্থানীয় পালংখালী ইউনিয়নের রহমতবিল গ্রামের শাহাব উদ্দিন ছেলে জয়নাল আবেদিন (১৩) ও উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১ এর বাসিন্দা আমির হোসেনের ছেলে নুরুল ইসলাম।  

পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, বিনা উস্কানিতে বাংলাদেশের অভ্যন্তরে গুলি বর্ষণ করে দুই শিশুকে গুলিবিদ্ধ করে জঘন্যতম অপরাধ করেছে মিয়ানমার। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিকভাবে মিয়ানমার বিজিপির শাস্তি দাবি করেছেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সীমান্ত লাগোয়া উখিয়ার বালুখালীর রহমত বিল এলাকার স্থানীয় আনোয়ার হোসেনের বাড়িতে রাখাল হিসেবে কাজ করতো রোহিঙ্গা যুবক নুরুল ইসলাম। তার সাথে স্থানীয় জয়নাল প্রতিদিনের ন্যায় সীমান্তের পাশাপাশি এলাকায় গরু চরাতে গেলে সীমান্তের ওপার থেকে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে তারা গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়ে। পরে খবর পেয়ে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করতে গেলে বিজিপি সদস্যরা তাদেরকে লক্ষ্য করেও কয়েক রাউন্ড গুলি ছুড়ে। পরে গুলিবর্ষণ থামলে গুলিবিদ্ধ জয়নাল ও নুরুল ইসলামকে উদ্ধার করে উখিয়ার রেডক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়।

হঠাৎ করে বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের বিজিপির গুলিবর্ষণের ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি সীমান্তে বিজিপি সদস্যদের গুলিবর্ষণ করার কথা স্বীকার করেন। 

Bootstrap Image Preview