ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ। আগামী ২০২১-২৩ মেয়াদে বাংলাদেশ এই সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন নৌবাহিনীর সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম।
রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ আফ্রিকার ডারবানে গত ২ নভেম্বর আইওআরএর মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়।
এছাড়া, সেখানে গত ৩১ অক্টোবর ও ১ নভেম্বর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠক হয়। এসব বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান) রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম।
বৈঠকে ২০২১-২৩ মেয়াদে বাংলাদেশ এই সংস্থার চেয়ারম্যান পদের দায়িত্ব পালন করবে বলে সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া, আগামী ২০১৯-২১ মেয়াদে আইওআরএর ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করবে বাংলাদেশ।