কুষ্টিয়ার ভেড়ামারায় দু’দল মাদকবিক্রেতার মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।
রবিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের জিকে সেচ প্রকল্পের ৪-৫ নম্বর ব্রিজের মাঝখানে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করেছে। পুলিশের দাবি নিহত ব্যক্তি মাদকবিক্রেতা।
এ ব্যাপারে ভেড়ামারা থানা সূত্রে জানা যায়, মাদক বিক্রিকে কেন্দ্র করে দু’দলের মধ্যে গুলি বিনিময় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ চাঁদগ্রাম ইউনিয়নের জিকে সেচ প্রকল্পে যায়। এসময় সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।