Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে অপহরণকারী চক্রের ৭ সদস্য গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ১০:৩৬ AM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ১০:৩৮ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


রাজধানীতে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের মূলহোতাসহ সাত সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার দিবাগত রাতে রাজধানীর কাউলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।

তিনি জানান, রবিবার (৪ নভেম্বর) দিনগত রাতে রাজধানীর কাউলা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব সদস্য পরিচয়ে অপহরণসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপহরণকারী চক্রের মূলহোতাসহ সাত সদস্যকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, র‌্যাবের জ্যাকেট, হ্যান্ডকাফ, ওয়াকিটকিসহ র‌্যাবের স্টিকারযুক্ত মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

এ বিষয়ে সোমবার সকাল ১১টায় রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

Bootstrap Image Preview