Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শেষবারের মতো দলীয় কার্যালয়ে তরিকুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ১১:৩১ AM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ১১:৩১ AM

bdmorning Image Preview


নয়াপল্টনে নিজের দলের কেন্দ্রীয় কার্যালয়ে শেষবারের মতো নিয়ে আসা হয়েছে বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মরদেহ।

সোমবার (৫ নভেম্বর) সকাল ১০টার কিছু পরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে আসা হয় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে। তার আগ থেকেই তরিকুল ইসলামকে শেষবারের মতো দেখার জন্য ও শ্রদ্ধা নিবেদনের জন্য জড়ো হয়েছিলেন শত শত নেতাকর্মী।

পরে দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খানসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেন, ‘জাতির এই ক্রান্তিলগ্নে, দলের দুঃসময়ে, তরিকুল ইসলামের চলে যাওয়া জাতির জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল। অন্যায়ের সঙ্গে তিনি কখনো আপস করেননি। তরিকুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের রাজনীতি থেকে এক নক্ষত্রের বিদায় হলো। এ ক্ষতি কখনো পূরণ হওয়ার নয়।’

উল্লেখ্য, গতকাল রবিবার বিকেল ৫টা ৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন ৭২ বছর বয়সের এই নেতা। আজ সকালে প্রথম জানাজা হবে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে। তারপর বেলা সোয়া ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা। যশোর ঈদগাহ মাঠে বিকেল ৪টায় তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।

Bootstrap Image Preview