মিরপুর-১০ নম্বরে কাপড়ের শোরুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিপরীত পাশের এ আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল সাড়ে নয়টায় এ আগুনের সূত্রপাত হয়। তবে কিছুক্ষণের মধ্যে মিরপুর ১০, ঢাকায় ফায়ার সার্ভিসের কর্মী বাহিনী সেখানে পৌঁছায়।
সকাল ১০টার পর ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করতে পারেন নি।